বিসমিল্লাহির রাহমানির রাহিম

বিনামূল্যে আসল মাষ্টার কার্ড নিয়ে নিন!!

সুবিধাগুলো ০১. ১০০% আসল মাষ্টার কার্ড আপনার কাছে পাঠানো হবে। ০২. প্রায় সকল ওয়েবসাইটে কেনাকাটা করতে পারবেন (যেমন hostgator, namecheap, godaddy, amazon etc)

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label গেইম. Show all posts
Showing posts with label গেইম. Show all posts

Wednesday, August 27, 2014

গিগাবাইট গেম প্রতিযোগিতায় নিবন্ধনের সুযোগ

২৫ সেপ্টেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য ই-বাণিজ্য মেলা উপলক্ষে শুরু হয়েছে গিগাবাইট গেমিং প্রতিযোগিতার জন্য নিবন্ধন। সব বয়সীদের জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় নিবন্ধন খরচ ৩৫০ টাকা। কম্পিউটার জগতের ওয়েবসাইট থেকে গেমে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করা যাবে।

ই-বাণিজ্য মেলায় গিগাবাইট গেমিং ও কুইজ প্রতিযোগিতার আয়োজক অর্পণ কমিউনিকেশন ও অ্যাম্বেলা ম্যানেজমেন্ট। আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ঢাকার শাহবাগের বেগম সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে ই-কমার্স মেলা। এই মেলার আয়োজন করছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক ম্যাগাজিন কমপিউটার জগত্। মেলায় দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য এবং সেবাসমূহ দর্শনার্থীদের কাছে তুলে ধরবে। 

প্রদর্শনী ছাড়াও মেলায় থাকছে সেমিনার, কর্মশালা, অ্যাওয়ার্ড নাইট, ই-ডাইরেক্টরি প্রকাশ এবং গেমিং প্রতিযোগিতাসহ নানা আকর্ষণ। মেলা সবার জন্য উন্মুক্ত।

ই-বাণিজ্য মেলায় গিগাবাইট গেম প্রতিযোগিতায় অংশ নিতে ব্যক্তিগতভাবে কিংবা দল তৈরি করে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। কম্পিউটার জগত্-এর সাইট থেকে নিবন্ধন শেষে প্রত্যেক গেমার একটি করে আইডি পাবেন। মেলা চলার সময়ে নির্দিষ্ট দিনে তাঁরা গেমিং জোনে ঢুকে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

মেলা উপলক্ষে গিগাবাইট গেমিং কুইজ প্রতিযোগিতাও অংশ নেওয়ার সুযোগ রয়েছে। প্রতি সপ্তাহে একটি করে নতুন কুইজ থাকবে। প্রতি সপ্তাহে পাঁচজন করে বিজয়ী লটারির মাধ্যমে বিজয়ী হবেন।

Thursday, December 19, 2013

জনপ্রিয় ৬ গেমস


Untitled-26অ্যাংরি বার্ডস
অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের গেম হিসেবে অ্যাংরি বার্ডস ব্যাপক জনিপ্রয়। রোভিও এন্টারটেইনমেন্ট কোম্পানি তৈরি করেছে এটি। গেমটির মূল বিষয় হলো শূকর মেরে ফেলা ও একই সময়ে তাদের বাড়িঘরের কাঠামো ধ্বংস করা। কারণ, সেগুলো পাখিদের ডিম নষ্ট করে ফেলে। শূকরগুলোর বংশ নির্মূল করার জন্য ও তাদের বাড়িঘর ধ্বংস করার জন্য পাখিরা নিজেরাই বিরাট বিরাট একেকটা গুলতি হয়ে যায়। একেক পাখির একেক ক্ষমতা রয়েছে। প্রতিটি লেভেল শেষ করার জন্য কিছু নির্দিষ্টসংখ্যক পাখি ব্যবহার করতে হবে। সময় কাটানোর জন্য গেমটি খুবই উপযোগী। গেমটির বিভিন্ন সংস্করণ রয়েছে।
টেম্পল রান
টেম্পল রান গেমের মূল চরিত্র একটি মায়ান মন্দির থেকে সোনার মূর্তি চুরি করে। মূর্তিটি ফেরত পাওয়ার জন্য শয়তান দৈত্য তার পেছনে ছুটতে থাকে। বিভিন্ন ধরনের বাধা পেরিয়ে আপনাকে ছুটতে হবে। ছোটার মাঝখানে আপনাকে সোনার কয়েন ও অন্যান্য শক্তি সংগ্রহ করে গেমটি খেলতে হবে। এভাবে আপনাকে পয়েন্ট সংগ্রহ করতে হবে। টেম্পল রান এবং টেম্পল রান-২ এখন বেশি খেলা হয়।
প্ল্যান্টস ভার্সাস জম্বিস
এটিও অ্যানড্রয়েড ও আইফোনে খেলা যায়। বাড়িতে যাতে ভূত ঢুকতে না পারে সেজন্য বাড়ির মালিক তার উঠানে কিছু গাছ লাগায়। বিভিন্ন গাছের বিভিন্ন ধরনের ক্ষমতা রয়েছে। গেমটিতে অনেক লেভেল রয়েছে। প্রতিটি লেভেলে আপনি বিভিন্ন ক্ষমতাসম্পন্ন গাছ পাবেন। এসব গাছ কেনার জন্য আপনাকে সূর্য সংগ্রহ করতে হবে। এভাবে আপনাকে পরবর্তী লেভেলে যাওয়ার জন্য ভূতগুলোকে ধ্বংস করতে হবে। গেমটির শব্দশৈলী আপনাকে আকৃষ্ট করবে।

সাবওয়ে সারফার্স
এই প্রধান চরিত্র জেইক একজন দক্ষ চিত্রকর। ট্রেনের দেয়ালে আঁকার সময় পুলিশ তাকে দেখে ফেলে এবং তাকে ধরার জন্য একটি কুকুরসহ ছুটতে শুরু করে। এভাবেই গেমটি শুরু হয়। আপনাকে বিভিন্ন বাধা অতিক্রম করে জেইককে নিয়ে ছুটতে হবে। আপনার সামনে পড়বে চলন্ত ট্রেনসহ আরও বিভিন্ন ধরনের কঠিন বাধা। এ ছাড়া ছোটার মধ্যেই আপনি পাবেন রকেট, চুম্বক এবং বিশেষ জুতা, যেগুলো আপনাকে গোল্ড কয়েন সংগ্রহ করতে সাহায্য করবে।

ফ্রুট নিনজা
সময় কাটানোর জন্য খুব উপযোগী গেমটি। এটি দুইভাবে খেলা যেতে পারে। সময়ের ভিত্তিতে খেললে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চসংখ্যক ফল কাটতে হবে ও পয়েন্ট সংগ্রহ করতে হবে। অন্যভাবে খেললে আপনাকে তিনবার সুযোগের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করতে হবে। সতর্ক থাকতে হবে যাতে ভুলবশত কোনো বোমায় স্পর্শ না হয়। আর গেমটি মজার হলেও আপনার মুঠোফোনের জন্য কিছুটা ক্ষতিকারক।

হাইওয়ে রাইডার
এটি একটি জনপ্রিয় বাইকরেসিং গেম। গেমটি খেলার নিয়ম হলো, আপনাকে রাস্তায় চলন্ত গাড়ির অত্যন্ত কাছে গিয়ে গাড়িটিকে পাশ কাটিয়ে যেতে হবে। তাহলেই আপনি একটি করে পয়েন্ট পাবেন এবং সঙ্গে সঙ্গে আপনার বাইকের গতি বেড়ে যাবে। লক্ষ রাখতে হবে, যেন কোনো গাড়ির সঙ্গে ধাক্কা না লাগে। আপনি বিভিন্ন ধরনের বাইক ও চরিত্র নিয়ে খেলতে পারেন।

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd