বিসমিল্লাহির রাহমানির রাহিম

Sunday, October 18, 2015

খবর পড়ে শোনাবে অ্যাপ!

ছোটোবেলার মতো এখন আর শব্দ করে কাউকে খবর পড়ে শোনাতে হবে না। মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনই করবে খবর পড়ার কাজ! বিশ্বাস হচ্ছে না নিশ্চয়! তবে সত্যিই এমনটি ঘটতে যাচ্ছে। 'নিউজকাস্ট' নামে এ ধরনের একটি অ্যাপ্লিকেশন তৈরি করছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট মাইক্রোসফট।
ওয়েব থেকে ভালো ভালো খবরগুলো বেছে নিয়ে তা 'টেক্সট টু স্পিচ' প্রযুক্তির মাধ্যমে অ্যাপ্লিকেশন ব্যবহারকারীকে খবরের সারবস্তু পড়ে শোনাবে মাইক্রোসফটের অ্যাপটি। বর্তমানে এই অ্যাপটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
নিউজকাস্ট ব্যবহারকারী চাইলে পরে পড়ার জন্য খবর সংরক্ষণ করে রাখতে পারবেন। খবর শোনার পাশাপাশি পুরো লেখাটি পড়ার সুযোগ থাকবে অ্যাপটিতে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি ওয়ার্ল্ড জানায়, নিউজকাস্টের সঙ্গে বিল্ট ইন ব্রাউজার বা ঝামেলা ছাড়াই খবর পড়ার সুবিধাও থাকবে।
যাদের স্মার্টফোনের ছোট ডিসপ্লের দিকে তাকিয়ে খবর পড়ার সময় কম কিংবা ভ্রমণের সময় সর্বশেষ খবরের হালনাগাদ শোনানোর জন্যই এই অ্যাপটি তৈরি করেছে মাইক্রোসফট। বর্তমানে এই অ্যাপটি সম্পর্কে প্রতিক্রিয়া জানার চেষ্টা করছে মাইক্রোসফট। অ্যাপলের পণ্য ব্যবহারকারীরাই সবার আগে নিউজকাস্ট ব্যবহারের সুযোগ পাবেন। খবর অাইএএনএস'র
বিডি-প্রতিদিন/১৭ আগস্ট ২০১৫/শরীফ
- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2015/08/17/100555#sthash.46xsYKUx.dpuf

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd