বিসমিল্লাহির রাহমানির রাহিম

Sunday, August 7, 2016

বড়াইগ্রাম উপজেলার সকল ইউনিয়ন সচিব ওবং ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম (এম.আই .এস) প্রশিক্ষণ

এল জি এসপি-২ এর আওতায়  ইউনিয়ন পরিষদকে ডিজিটাল সিসটেমে পরিচালিত করার লক্ষে অর্থাৎ অনলাইন ভিত্তিক করার লক্ষে সরকার সারাদেশে পর্যায়ক্রমে ইউনিয়ন সচিব এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় সি সি লি চাইনিজ এন্ড থাই রেষ্টুরেন্ট নাটোর-এ তিন দিন ব্যাপী  বড়াইগ্রাম উপজেলার সকল ই উনিয়ন পরিষদ সচিব এবং ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম (এম.আই .এস)

 বিষয়ে প্রশিক্ষণ গত ০৩-০৮-২০১৬ খ্রীঃ হতে শুক্রবার (০৫-০৮১৬ খ্রীঃ) পর্যন্ত সফল ভাবে সম্পন্ন হল । এ প্রশিক্ষনে কোর্স পরিচালক: জনাব মো: খলিলুর রহমান, জেলা প্রশাসক,নাটোর, কোর্স সমন্বয়ক: জনাব মো: এনামুল হক, উপ-পরিচালক, স্থানীয় সরকার,নাটোর ও ডি এফ, নাটোর, মহোদয় উপস্থিত ছিলেন।

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd