বিসমিল্লাহির রাহমানির রাহিম

Tuesday, March 4, 2014

অনলাইন কেনাকাটায় অবশ্যই মনে রাখবেন এই টিপসগুলো!


আমার একশোতম পোষ্টে সবাইকে স্বাগতম। ইদানিং অনলাইন শপিং করতে অনেকেই ভালোবাসেন। নানান কর্ম ব্যস্ততা আর ভিড়-ভাট্টার মধ্যে কেনাকাটা করা ঝামেলা বলে চট করে মাউসের ক্লিকে অনেকেই কেনাকাটা করেন।
অন্যান্য দেশে অনলাইন কেনাকাটার সাইট গুলো বেশ জনপ্রিয়। কিন্তু আমাদের দেশে কেনাকাটার কিছু সাইট ছাড়াও ফেসবুকে কেনাকাটা করতে মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর অনলাইনে কেনাকাটার দিক দিয়ে এগিয়ে আছেন নারীরা। এসব ব্যবসাও অনেক গুলোই নারীদের দ্বারা পরিচালিত।
অনলাইনে কেনাকাটার জন্য কিছু বিষয় সব সময় মনে রাখা জরুরী। আসুন জেনে নেয়া যাক ফেসবুকে কেনাকাটা বিষয়ক কিছু জরুরী টিপস।
  • অনলাইনে যে পেজ বা সাইট থেকে কেনাকাটা করবেন সেখানে অন্যান্য ক্রেতাদের কমেন্ট গুলো পরুন। তাহলে তাঁদের সার্ভিস সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবেন।
  • অনলাইনে কোনো কিছু পছন্দ হলে সেটার লিঙ্কটি সেভ করে রাখুন। এরপর অন্যান্য অনলাইন শপ গুলোতে দাম যাচাই করুন। অনেক সময় একই বস্তু এক এক স্টোর এক এক রকম দাম রাখে। কোনো কোনো স্টোরে অতিরিক্ত দাম রেখে ক্রেতাদেরকে ঠকানোর প্রবণতা লক্ষ্য করা যায়।
  • আপনার বন্ধুদের মধ্যে যে সবচাইতে বেশি মার্কেটে ঘুরাঘুরি করে তাকে জিনিসটির লিঙ্কটি দিন। সে দাম সম্পর্কে এবং কোয়ালিটি সম্পর্কে আপনাকে ধারণা দিতে পারবে।
  • অনলাইনে কোনো কিছু অর্ডার করার আগে ফোন করে জেনে নিন যে সেটা ডেলিভারীর সময় যদি কোনো খুঁত পান তাহলে সেই ক্ষেত্রে সেটা ফেরত দিতে পারবেন কিনা।
  • অনলাইনে অর্ডার দেয়া জিনিস হাতে এসে পৌছালে দেখে নিন আপনি যেটা চেয়েছিলেন সেটাই পেয়েছেন কিনা এবং কোনো রকম খুঁত আছে কিনা।
  • অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে আগেই টাকা বিকাশ কিংবা একাউন্টে পাঠিয়ে দেবেন না। সবসময় আগে জিনিস হাতে পেয়ে এরপর নগদ টাকা দেবেন।      (সংগ্রহীত)

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd