বিসমিল্লাহির রাহমানির রাহিম

Wednesday, March 26, 2014

ফ্রিল্যান্সিং এ আমরা কেন ব্যর্থ হই?


ফ্রিল্যান্সিং শব্ধটার সাথে এখন আমরা  মোটামুটি সবাই পরিচিত। অনেকে আমরা ফ্রিল্যান্সিং করি, আবার অনেকে নতুন হিসেবে এই পেশায় আসতে চাই।
আমার লেখাটা তাদের জন্য যারা এই পেশায় নতুন আসতে চাচ্ছেন বা কাজ শিখছেন। (আমিও কাজ শিখছি);
আমি আজকের লেখায় বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকু জানাতে চাই, টাকার জন্য বা ভাল ক্যারিয়ারের জন্য ফ্রিল্যান্সিং  এ আসছেন; বলব গুড ডিচিশন বা অন্য কোন কারনে, ঠিক আছে; তবে একটা অনুরধ করবো ৩ মাস বা ৬ মাস যে কোন একটা বিষয়ে কাজ শিখে, কাড়ি-কাড়ি টাকা ইনকাম করবেন বা অনেক কিছু পেয়ে যাবেন, এমন ভেবে প্লিজ এই পেশায় আসবেন না। এটা এ ধরণের পেশা না।
বাইরের অনেক ভালো ভালো দেশে অনেক অনেক ভালো ভালো ফ্রীলাঞ্চার আছে। তারা এটাকে ফ্রীলাঞ্চিং কে জীবনের প্রধান পেশা হিসেবে নিছেন।
আমরাও এই কাজের সঙ্কটের দেশে ফ্রীলাঞ্চিং কে প্রধান পেশা হিসেবে নিতে পারি। তবে আমরা সহজ চিন্তা করে পেশাটাকে সহজভাবে নেই বলেই, আমরা ভুল করে বসি।
আমরা কখনো একটা কথা ভাবি-নাযে, সেই ১৬-১৭ বছর পড়াশোনা করে আমাদের একটা কাজ ম্যানেজ করতে কতো পরিশ্রম, কতো টাকা-মামা-খালু লাগাতে হয়!!
তাহলে এই পেশায় ভালো ক্যারিয়ার করা সম্ভব হলেও কেন আমরা ৩ মাস বা ৬ মাস একটু কাজ শিখে কেন বিশাল কিছু পাব ভাবি?
আমাদের মিনিমাম দেড় থেকে ২ বছরের পরিকল্পনা করে এই পেশায় আসা উচিত কিনা? আপনারা কি মনে করেন?
তবে এটা সত্য আপনি বেশি বেশি সময় দিয়ে কাজ শিখলে ১ বছরের মাথায় ১০-১৫ হাজার টাকার চিন্তা মাথা থেকে আনতে পারেন। ফ্রীলাঞ্চিং এ ২৫ হাজার থেকে ১ লাখ টাকা বা তার বেশি ইনকাম করছেন, এমন ফ্রীলাঞ্চার এর সংখ্যা আমাদের দেশেও কম নাই। তাহলে কেন ছোট পরিকল্পনা করে এই পেশায় আসা?
আমি মনে করি এক জনের কি ভালো লাগে, কোনটা করলে আপনি বোরিং ফিল করবেন না,  কোনটা এখনকার বাজারে ভালো চাহিদা আছে, এসব কিছু ভেবে একজনের এই পেশায় আসা উচিত।
এত ভালো একটা ক্ষেত্র আমরা- কেন পেয়েও, ভুল ডিসিশনের জন্য হেলায় হারাবো। বলেন?
আর একটা কথা, যারা পড়াশোনা করেন-তারা পড়াশোনার পাশাপাশি ফ্রীলাঞ্চিং করতে চেষ্টা করবেন; নট পড়াশোনা বাদ দিয়ে। জীবনে চলার জন্য হলেও ভবিষ্যতে সম্মানের জন্য হলেও পড়াশোনা শেষ করা উচিত। অনেকে ভুক্তভুগি বলে বললাম।
:-P শেষকথা, ফ্রীলাঞ্চিং আসলেই অনেক ভালো মাধ্যম, যেখান থেকে আপনি আপনার সকল স্বপ্ন পূরণ করতে পারেন। শুধু নিজের মতো করে পরিকল্পনা করে সবসময় শেখার আগ্রহ নিয়ে দেড়-দুই বছর কাজ করে যান, দেখবেন সাকসেস আপনার পিছু পিছু যাবে। আপনাদের সাকসেস এবং উত্তরের প্রত্তশায় আজ স্বাধীনতা দিবসে এখানে শেষ করলাম। দেখা হবে টেকটিউনসের অন্য টিউনে। সবাইকে ফ্রীলাঞ্চিংএ স্বাগতম।
ফেচবুকে  আমি  

জীবনে শিখুন, ক্যারিয়ার গড়ুন এবং উপভোগ করুন

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd