![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXI6Ws1VprLX9E0E6GqUNJ9DElPcwH1zuVs2s1t0YNKk2U6Vb6fbIJ9C3n2TeC6EwJZQqkYF7wmisrGPBO9pjSAAsHzDr8exumtPW2jGaCCXxOeHe3DsAl-9dCjgAIOt_JWPoB0503LiBW/s1600/Android.jpg)
বিপণনকারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, যাঁরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাঁদের জন্য দারুন উপযোগী এই অল ইন ওয়ান পিসিটি। এতে অ্যান্ড্রয়েডনির্ভর গেম খেলার বিশেষ সুবিধা পাওয়া যাবে।
এইচপির এই পিসিতে রয়েছে এনভিডিয়া টেগরা কোয়াড কোর প্রসেসর, এক জিবি ডিডিআরথ্রি র্যাম, ৮ জিবি ফ্ল্যাশ মেমোরি।
২১.৫ ইঞ্চি মাপের টাচস্ক্রিন ডিসপ্লে সুবিধার পিসিটির দাম ৩২ হাজার ৫০০ টাকা। পিসিটির সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।
0 মন্তব্য(গুলি):
Post a Comment