মহান আল্লাহ মহাবিশ্ব ও এর মধ্যে বিদ্যমান সব কিছুর স্রষ্টা। সব সৃষ্টি সর্বান্তকরণে আল্লাহপাকের আনুগত্যে ও এবাদতে নিমগ্ন। মানুষের মধ্যে অনেকেই আল্লাহপাকের প্রতি বিশ্বাসী ও অনুগত। (সূত্র সূরা হজ্জ : ১৮)। তবে সব মানুষেরই কর্তব্য হচ্ছে মহান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হওয়া। এই বিশ্বাসেরই ইসলামী পরিভাষা হলো ইমান বা ইয়াকিন।
সুতরাং ইমান হলো গভীর বিশ্বাস, যা থেকে উৎপন্ন হয় সত্য কথা, নেক আমল, আল্লাহ ও তার রসুলের প্রতি মহব্বত। ইমানের ভিত্তিতেই এবাদতে ইখলাস, একত্ববাদ ও রসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ হয়ে থাকে। ইমান হলো একটি সুদৃঢ় অঙ্গীকার, আমল ও সাধনাময় জীবন। ইমানের দ্বারা সৃষ্টি হয় একটি শক্তি, যা মানুষকে নেক কাজে অনুপ্রাণিত করে এবং মন্দ কাজে ঘৃণা সৃষ্টি করে।
ইমানের অনেক আলামত ও শাখা-প্রশাখা রয়েছে। মহানবী (সা.) বলেছেন : 'ইমানের ৭৭টি শাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম শাখা হলো- লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর সর্বনিম্ন শাখা হলো চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। লজ্জাশীলতা ইমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।' (বুখারি ও মুসলিম)
আমরা যদি বিশ্বের মুসলমানদের অবস্থা লক্ষ্য করি তাহলে এমন কিছু মুসলমান দেখি যাদের মধ্যে ইসলাম নেই। এমন কিছু মুমিন দেখি যাদের মধ্যে ইমান নেই। আমাদের মধ্যে শয়তানের কুমন্ত্রণা, প্রবৃত্তির তাড়না ও পরিবেশের প্রভাবে ত্রুটি ও ঘাটতি দেখা দিয়েছে ইমান ও ইয়াকিনে। ত্রুটি পাওয়া যাচ্ছে আমলে, আখলাকে ও আচরণে।
ইমানের অন্যতম উপাদান হলো সবর, ধৈর্য, সংযম ও সহিষ্ণুতা। এখন এগুলো আমাদের মধ্যে প্রায় লোপ পেয়েছে। ইমানের দাবি হলো পবিত্র কোরআন, সুন্নাহ ও মহান সাহাবা ও অনুসরণীয় ব্যক্তিগণের শিক্ষা ও আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা। সমাজের অনেক মানুষ সে শিক্ষা থেকে দূরে সরে গিয়ে বিপথগামী হয়ে যাচ্ছে। ইমান দুর্বল হওয়ায় যেভাবে নামাজ বন্দেগি করছে না তেমনিভাবে ভুল পথ ও মতের অনুসারী হয়ে নিজের, ব্যক্তির ও মুসলিম উম্মাহর দুর্নাম এবং ক্ষতির কারণ হচ্ছে।
সবার উচিত প্রকৃত আলেমদের কাছে ইমান ও ইসলামের শিক্ষা গ্রহণ করে জীবন ও কর্মকাণ্ডে আমল করা।
ধর্ম : বায়তুল মোকাররমের খুতবা
প্রফেসর মাওলানা মো. সালাহ্উদ্দিন (খতিব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)
Collected
0 মন্তব্য(গুলি):
Post a Comment