বিসমিল্লাহির রাহমানির রাহিম

Monday, April 27, 2015

আপনার ছবি সাজিয়ে রাখুন অসাধারন সব ফ্রেমের মাঝে

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি, যাইহোক আজ আমি আপনাদের সাথে একটি মজার সফটওয়্যার নিয়ে আলোচনা করব,  যে সফটওয়্যার এর মাধ্যমে আমরা আমাদের ছবি গুলো ফ্রেমের মধ্যে রেখে দিতে পারব । যার মাঝে রয়েছে অসাধারন কিছু ফ্রেম ।  তাহলে আর কথা না বারিয়ে চলুন জেনে নেওয়া যাক সফটওয়্যার টি সম্পর্কে আরো বিস্তারিত না জানা সব কথা …
Photo shine হলো একটি ফটো ইডিটিং সফটওয়্যার বা যে কোন ছবি ফ্রেমবন্দী  করার একটি জনপ্রিয় সফটওয়্যার অর্থাৎ Photo shine এর মাধ্যমে আপনি আপনার ছবিতে বিভিন্ন ধরনের ফ্রেম ব্যবহার করে ছবিকে আকর্ষনীয়ভাবে উপস্থাপন করতে পারেন , পারেন ছবির সৌন্দর্য বৃদ্ধি করতে, পারবেন ম্যাগাজিন স্টাইলে ছবিটি ফ্রেম বন্দী করতে। photo shine এ আছে অনেক গুলা তাকলাগানো ফটো ফ্রেম, ছবি সুন্দর  ভাবে উপস্থাপন করতে photo shine গুরুত্ত পূর্ণ ভূমিকা পালন করে ।  খুব সহজ ভাবে ফটো ফ্রেমে ফটো Add করার একটি জনপ্রিয় সফটওয়্যার photo shine । photo shine সফটওয়্যারটিতে যে কোন ছবি ফ্রেম বন্দী করা একেবারে সহজ ।
সফটওয়্যারটি ব্যবহার করবেন যে ভাবে ঃ-
প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন এখান থেকে । তারপর অন্যান্য সফটওয়্যার এর মত ইন্সটল করে নিন, তারপর সেটা অপেন করুন দেখুন নিচের ছবির মত এসেছে
এবার দেখুন উপরের বাম কোনায় New নামক একটা বাটন আছে সেখানে ক্লিক করে আপনি যে ছবিটি ফ্রেমের মধ্যে রাখতে চান তা সিলেক্ট করে নিয়ে আসুন, এবার খেয়াল করুন বাম পাশে অনেক গুলো বাটন আছে যেমন( GIRL, BABY,LOVE) ইত্যাদি ইত্যাদি সেখানে ক্লিক করে আপনার পছন্দের মত ফ্রেম চয়েজ করুন ।  সব শেষে Save বাটনে ক্লিক করে আপনার চবিটি সংরক্ষন করুন ।
তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের টিউনে,  আল্লাহ হাফেজ ।

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd