বিসমিল্লাহির রাহমানির রাহিম

Sunday, January 12, 2014

জিমেইলের নতুন ফিচারে তথ্যের সুরক্ষা নিয়ে বিতর্ক

প্রতিনিয়তই নতুন নতুন ফিচার নিয়ে জিমেইল আরও বেশি গ্রাহককে আকৃষ্ট করে চলেছে। এবারে এতে চালু করা হয়েছে নতুন ফিচার। এর মাধ্যমে যেকোনো জিমেইল ব্যবহারকারী যেকোনো গুগল অ্যাকাউন্টের সাথে সংশ্লিষ্ট জিমেইল ঠিকানায় ইমেইল পাঠাতে পারবে। জিমেইল বা গুগল প্লাসের ব্যবহারকারীরা তাদের নিজ নিজ ইমেইল ঠিকানা সবার সাথে শেয়ার না করলেও জিমেইলে নতুন ইমেইল লেখার সময় জিমেইল এবং গুগল প্লাসের সকল ব্যবহারকারীর ঠিকানা পরামর্শ আকারে হাজির হবে। পাশাপাশি জিমেইলে অ্যাকাউন্ট খুললেই স্বয়ংক্রিয়ভাবে একটি গুগল প্লাস অ্যাকাউন্ট তৈরি হবে। অবশ্য চাইলে গুগল প্লাস অ্যাকাউন্টকে নিস্ক্রিয়ও করা যাবে। জিমেইলের গ্রাহকদের পারস্পারিক যোগাযোগ আরও সুবিধাজনক করার উদ্দেশ্যেই এই ফিচারটি চালু করা হয়েছে বলে জানিয়েছে গুগল। তবে নতুন এই ফিচারটি ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য হুমকিস্বরূপ বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এর আগে গুগল বাজের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্টের ঠিকানা অনলাইনে উন্মুক্ত করে গুগল। ইলেক্ট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের প্রাইভেসি ক্যাম্পেইনার মার্ক রটেনবার্গ আশংকা করেছেন জিমেইলের নতুন এই ফিচারটি গুগল বাজের মতোই কোনো একটি অনুরূপ ঘটনা ঘটাতে যাচ্ছে। সম্প্রতি জিমেইলের নিজস্ব ব্লগে এই ফিচারটি সম্পর্কে বলা হয়েছে, জিমেইলে নতুন ইমেইল লেখার সময় প্রাপকের ইমেইল ঠিকানা লিখতে গেলেই জিমেইল ও গুগল প্লাস অ্যাকাউন্টে ব্যবহূত ইমেইল ঠিকানাগুলো স্বয়ংক্রিয়ভাবে হাজির হবে। যেসব জিমেইল ঠিকানা জানা নেই, সেগুলোও হাজির হবে এই তালিকায়। এর মাধ্যমে সাধারণভাবে যে কারও গুগল ইমেইল ঠিকানাতেই যে কেউ ইমেইল করতে সমর্থ হবে। তবে গুগল প্লাসের ব্যবহারকারীরা নিজেদের ইমেইল ঠিকানাতে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির ইমেইল আসা বন্ধ করতে চাইলে তা সেটিং পরিবর্তন করতে হবে। নতুন ফিচারটি চালু হলেই এই সেটিং সংক্রান্ত বার্তা পাবেন সকল জিমেইল ব্যবহারকারী। গুগল প্লাস এবং জিমেইলের ব্যবহারকারীদের আরও কাছে আনতেই এই উদ্যোগ—এমনটিই জানিয়েছেন গুগল'র প্রোডাক্ট ম্যানেজার ডেভিড ন্যাচাম।

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd