বিসমিল্লাহির রাহমানির রাহিম

Sunday, January 12, 2014

এপ্রিলে আসছে গ্যালাক্সি এস৫

স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি এস৫ নিয়ে প্রযুক্তিবিশ্বে রয়েছে নানা গুঞ্জন। কবে নাগাদ এটি বাজারে আসবে, সেই জল্পনাতে সময় কাটছে অনেকের। সেই জল্পনার অবসান ঘঠেছে অবশেষে। স্যামসাংয়ের মোবাইল এক্সিকিউটিভ ভিপি লি ইয়ং-হিকে উদ্বৃত করে দ্য ভার্জ জানিয়েছে, আসছে এপ্রিলে বাজারে আসবে গ্যালাক্সি এস৫। আর এর সঙ্গী হয়ে আসবে নতুন সংস্করণের গ্যালাক্সি গিয়ার। আকার-আকৃতি, ডিসপ্লেতে এস৫-এ আসবে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন। আর প্যাস্টেল কালার স্কিম এবং হালকা ফন্টে নতুন একটি অ্যান্ড্রয়েড স্কিনও যুক্ত হবে নতুন এই ফোনে।

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd