কেউ কেউ আছেন যারা মনের কথা মনের মধ্যে চেপে রেখে কষ্ট পান কিন্তু মুখে বলতে পারেন না। আর শেষে যখন বলেন, দেখা যায় ততক্ষণে ভালোবাসার মানুষটির হাত ধরে আছেন অন্য কেউ। তাই মনের কথাটা দেরি না করে বলে ফেলুন। এমনও হতে পারে যে যাকে ভালোবাসেন তিনি হয়তো আপনার কাছ থেকে শোনার জন্যই অপেক্ষা করে আছেন।
জেনে নিন এ বিষয়ে দরকারী কয়েকটি টিপস:
- হতে পারেপ্রিয় মানুষটির সঙ্গে মিশতে মিশতে এক পর্যায়ে ধরে নিলেন তিনিও আপনাকে ভালবাসেন। কিন্তু তার মনের কথা আপনার জানা প্রয়োজন। এক্ষেত্রে আপনি যদি তাকে ভালোবাসার কথা জানান তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার প্রিয় মানুষটিও আপনাকে ভালোবাসেন কিনা।
- মানুষ যখনই কাউকে ভালবাসতে শুরু করেন তখন তার মনে ভয় বাধা বাঁধে। মনের ভেতর তৈরি হয় অনিশ্চয়তা। এক্ষেত্রে আপনি যদি সরাসরি তাকে জানিয়ে দিতে পারেন যে আপনি তাকে ভালোবাসেন তাহলে সহজেই তার মনোভাব জেনে নিতে পারবেন।
- ভালবাসার কথা মুখে না এনে মনে চেপে রাখলে অস্বস্তিতে পড়বেন। এতে আপনার মানসিক চাপও প্রবল হতে পারে। তাই এই চাপ কাটাতে প্রথম উদ্যোগ আপনাকেই নিতে হবে। তাকে স্পষ্ট করে ভালবাসার কথা জানিয়ে দিলে সহজেই চাপমুক্ত হতে পারবেন।
- প্রেম নিবেদনের জন্যে সকলেই সঠিক সময়ের অপেক্ষা করে থাকেন। আর সেই মুহূর্ত ঠিক কখন আসবে এ বিষয়ে আপনাকে জ্ঞান দেবেন অনেকেই। কিন্তু সত্যি কথা হল অন্যের পরামর্শে ভালোবাসা যায় না। তাই মনের কথা মুখে আনার ক্ষেত্রে দেরি একেবারেই করবেন না।
- যখন দুজনেই দুজনকে জানিয়ে দেন 'ভালোবাসি' তখন তাদের সম্পর্কে আরেকটা নতুন অধ্যায় যুক্ত হয়। তাই মনের মানুষের সঙ্গে নিজের সম্পর্কে একটা অন্য মাত্রা আনতে মনের কথা প্রকাশ করতেই হবে।
- মনের মানুষকে ভালোবাসার কথা জানানোর পর তিনি সেটি গ্রহণ করবেন কিনা তা নিয়েও মনে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তবে এই অনিশ্চয়তার মধ্যেই লুকিয়ে রয়েছে রোমাঞ্চ। আর রোমাঞ্চ কাটিয়ে তিনি যখন আপনার প্রস্তাব স্বীকার করবেন তখন গোটা বিষয়টাই হবে দারুণ সুখের।
- কখনো কখনো এনমটাও হয় যখন মনের কথা প্রকাশ করলে প্রেমের মৃত্যু ঘটে। দেখা যায় আপনি যাকে ভালোবাসেন তিনি হয়তো আপনাকে ঠিক সেভাবে ভাবেন না কিংবা তার মন অন্য কোথাও বাঁধা পড়ে আছে। আবার এমনও হতে পারে তিনি হয়তো আপনাকেই মনের মানুষ বানাতে চেয়েছিলেন, কিন্তু আপনার মনের কথাটি পড়তে না পেরে অন্য কারো সঙ্গে নিজেকে জড়িয়েছেন। তাই দেরি না করাই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, শুভ কাজে দেরি করতে হয় না।
0 মন্তব্য(গুলি):
Post a Comment