আর এই সুযোগে স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো যেন চমৎকার সব ফ্রন্ট ক্যামেরা সেন্সর ব্যবহারের মাধ্যমে তাদের নতুন ডিভাইসগুলোর বিক্রিবাট্টা বাড়িয়ে যাচ্ছেন।
সেলফি জেনারেশনের এই সেলফি ক্রেজ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। কিন্তু আমরা অনেকেই সেলফি তোলার সময় যেন অসচেতন হয়ে নিজেদের ক্ষতি করে ফেলি।
আপনাদের জানা উচিৎ যে সেলফি তোলার সময়ও আমাদের কিছু ব্যাপার খেয়াল করা উচিৎ। সব স্থানে সেলফি তুলবেন না। সেলফি তোলার সময় আমাদের অবশ্যই কোথায় ছবি তুলছি সেই বিষয়টি মাথায় রাখা উচিৎ।
১. আপনি এমন একটি স্থান খুঁজে নিতে পারেন যেখানে মানুষের কোলাহল কিছুটা কম। এতে করে আপনার সেলফি শটটিও ভালো হবে এবং অন্য কেউও বিরক্ত হবে না। নিরাপত্তার দিকে খেয়াল রাখুন।
২.দয়া করে সেলফি নামের এই আনন্দে সামিল হতে গিয়ে নিজের ক্ষতি করে বসবেন না। সেলফি তুলতে গিয়ে অন্য আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন কিনা খেয়াল করুন।
৩. তাই কোন স্থানে ঘুরতে গেলে দু-একটি ছবি তুলেই ক্ষান্ত দিন। ঘুরে দেখুন চারপাশ, সেলফিই সব কিছু নয়। আশেপাশে লক্ষ্য করুন! সেলফির কোন নিয়ম নেই কিন্তু আমার মতে উপরের কিছু ব্যাপার আপনার মেনে চলা উচিৎ।
নিজের আনন্দের জন্য নিজের ক্ষতি, অন্যের বিরক্তি বা নিয়ম ভাঙ্গার তো কোন প্রয়োজন নেই।
0 মন্তব্য(গুলি):
Post a Comment