![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxQxFEaT6YljoghWOuJaxkonqcITruCKRDHj0FagAuFCkSbiGkHL3MUfMeCSFYopQqvLW6aCTkwZ5OKddmR-DawFwPv38g2rCdR3xWi8tkmtqlHmeHSfL8CvoKlLHRFmovmi6UTKHL_jI0/s1600/Google+Imag.jpg)
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান সুন্দর পিশাই বলেন, পশ্চিমা দেশগুলোয় আপাতত অ্যান্ড্রয়েড ওয়ান ফোন ছাড়ার তেমন কোনো উদ্যোগ নেই। তবে শিগগিরই ভারতের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান ও শ্রীলঙ্কার বাজারে এই ফোন পাওয়া যাবে।
স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান প্রকল্পের মাধ্যমে বাজারে আনা হয়েছে। এর নিরাপত্তা থেকে শুরু করে হালনাগাদ ও সফটওয়্যার-সংক্রান্ত সব দায়িত্ব নেবে গুগল। ভারতের বাজারে নতুন এ স্মার্টফোন প্রস্তুত করে দিচ্ছে মাইক্রোম্যাক্স, স্পাইস ও কার্বন। এতে রয়েছে ৪.৫ ইঞ্চি পর্দা, ১ গিগাবাইট র্যা ম, ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ২ মেগাপিক্সেলের ক্যামেরা, কোয়াড কোর প্রসেসর। গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েডের এই স্মার্টফোনে এফএম রেডিওর অনেকগুলো বৈশিষ্ট্যই থাকবে। দাম হবে ১০০ ডলারের মধ্যে।
—বিবিসি ও দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম
0 মন্তব্য(গুলি):
Post a Comment