বিসমিল্লাহির রাহমানির রাহিম

Tuesday, September 16, 2014

গুগল আনল অ্যান্ড্রয়েড ওয়ান ফোন


অ্যান্ড্রয়েড ওয়ান ব্র্যান্ডের কম দামে নতুন একটি স্মার্টফোন বাজারে এসেছে। গুগলের এ ব্র্যান্ডের নতুন এই স্মার্টফোন ভারতের বাজারে চালু হয়েছে। স্থানীয় নেটওয়ার্ক-সুবিধা ব্যবহার করে অ্যান্ড্রয়েডের হালনাগাদ সংস্করণ নামানোর পাশাপাশি নতুন নতুন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আরও উন্নত সুবিধা যাতে পাওয়া যায়, সেই চিন্তা থেকে ভারতের বাজারে চালু হলো এ স্মার্টফোন। এ ছাড়া সাশ্রয়ী দামে ভালো মান ও ইন্টারনেট-সুবিধার ফোন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এটি বাজারে ছাড়া হয়েছে বলে জানা গেছে।
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান সুন্দর পিশাই বলেন, পশ্চিমা দেশগুলোয় আপাতত অ্যান্ড্রয়েড ওয়ান ফোন ছাড়ার তেমন কোনো উদ্যোগ নেই। তবে শিগগিরই ভারতের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান ও শ্রীলঙ্কার বাজারে এই ফোন পাওয়া যাবে।
স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান প্রকল্পের মাধ্যমে বাজারে আনা হয়েছে। এর নিরাপত্তা থেকে শুরু করে হালনাগাদ ও সফটওয়্যার-সংক্রান্ত সব দায়িত্ব নেবে গুগল। ভারতের বাজারে নতুন এ স্মার্টফোন প্রস্তুত করে দিচ্ছে মাইক্রোম্যাক্স, স্পাইস ও কার্বন। এতে রয়েছে ৪.৫ ইঞ্চি পর্দা, ১ গিগাবাইট র্যা ম, ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ২ মেগাপিক্সেলের ক্যামেরা, কোয়াড কোর প্রসেসর। গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েডের এই স্মার্টফোনে এফএম রেডিওর অনেকগুলো বৈশিষ্ট্যই থাকবে। দাম হবে ১০০ ডলারের মধ্যে।
—বিবিসি ও দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd