বহুল প্রতীক্ষিত গেইমিং কনসোল 'এক্সবক্স ওয়ান' বাজারে ছাড়ল মাইক্রোসফট। শুক্রবার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ব্রাজিল, যুক্তরাষ্ট্র্রসহ মোট ১২ দেশে কনসোলটি বিক্রি শুরু হয়। তবে এক্সবক্স ওয়ান কেনার প্রথম সুযোগ পেয়েছেন নিউজিল্যান্ডবাসী। আর এক্সবক্স হাতে পাওয়া বিশ্বের প্রথম সৌভাগ্যবান হলেন এ দেশের ড্যান লিভিংস্টোন।
উন্নতমানের গ্রাফিকস, ব্লুটুথ কন্ট্রোলার, অনলাইন গেইমিংসহ আধুনিক সব সুবিধা যুক্ত হয়েছে এক্সবক্সের নতুন সংস্করণটিতে। এতে গেইম খেলার পাশাপাশি অনলাইনে সিনেমা দেখা, গান শোনা ও সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করা যাবে। আপাতত ৫০০ মার্কিন ডলারে কেনা যাবে এক্সবক্স ওয়ান।
সনির গেইমিং কনসোল প্লেস্টেশন ফোরের সঙ্গে লড়াই করতেই ছাড়া হলো এক্সবক্সের নতুন এই সংস্করণ।
0 মন্তব্য(গুলি):
Post a Comment