বিসমিল্লাহির রাহমানির রাহিম

Monday, November 25, 2013

অনলাইনে মোবাইল রিচার্জ

ইন্টারনেটে বসে দেশের বিভিন্ন মোবাইল ফোন সেবাদাতার সংযোগ-বিল রিচার্জ করা যাবে। এসএসএল ওয়্যারলেস এ সেবা দিচ্ছে। easy.com.bd ওয়েবসাইট থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড (ভিসা, মাস্টারকার্ড, ডিবিবিএল নেক্সাস, ব্র্যাক ব্যাংক, সিটি টাচ বা কিউ-ক্যাশ) ব্যবহার করে মুহূর্তের মধ্যেই যেকোনো প্রি-পেইড বা পোস্ট পেইড সংযোগ রিচার্জ করতে পারবেন। এ ছাড়া এই সাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যাবহারকারী গ্রাহকেরা তাঁদের কিউবি সংযোগও রিচার্জ করতে পারবেন।

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd