বিসমিল্লাহির রাহমানির রাহিম

Wednesday, November 27, 2013

কাজের প্রতি বিরাগ দূর করার ৫ উপায়

কর্মক্ষেত্রে প্রাণবন্ত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজের প্রতি মনোযোগ ও অনুরাগ বাড়েনিজের পেশাগত কাজের প্রতি বিরাগ বা ঘৃণা আপনার উন্নতির পথে বাধা হিসেবে কাজ করে। আর অফিসে কাজের প্রতি ভালোবাসা আপনার উত্তরোত্তর সাফল্য ও সুন্দর জীবন নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্রে ৪০০ জন অফিসকর্মীর কর্মপরিবেশ ও অভিজ্ঞতার ওপর পরিচালিত এক জরিপের ভিত্তিতে মনস্টার ডট কম নামের একটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় পাঁচটি পরামর্শ দিয়েছেন:
১. সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক: চাকরিতে সুন্দর পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। তাই সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন এবং মজা করুন।
২. মাঝেমধ্যে বিরতি: মাঝেমধ্যে নিজের ডেস্ক ছেড়ে উঠুন, অফিসের বাইরে যান। আপনার জন্য বরাদ্দ ছুটিগুলো ভোগ করুন।
৩. নিজের জন্য সময়: অফিসের দায়িত্বের পাশাপাশি অন্য কাজকর্মের জন্যও সময় রাখুন। যাতায়াতে বেশি সময় নষ্ট করবেন না।
৪. কর্মক্ষেত্রের বিভিন্ন সেবা: স্বাস্থ্যবিমা ও ছুটি ছাড়াও অফিসের দেওয়া অন্যান্য সেবা বা সুবিধা (ভ্রমণ ও বিনোদন) ভোগ করুন।
৫. লক্ষ্য নিয়ে কাজ: সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে পেশাগত দায়িত্ব পালন করুন। নির্ধারিত কাজের বাইরে স্বেচ্ছায় কিছু করে দেখুন। বাড়তি দক্ষতা অর্জন করে নিজেকে সমৃদ্ধ করুন। লাইভসায়েন্স।

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd