বিসমিল্লাহির রাহমানির রাহিম

Thursday, November 28, 2013

নতুন নয়টি ডোমেইন

নতুন নয়টি ডোমেইননতুন নয়টি ডোমেইনের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ডোমেইন নিয়ন্ত্রক সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস—আইসিএএনএন। সাধারণত বর্তমানে সারা বিশ্বে ডটকম, ডটনেট, ডটইনফোর মতো ডোমেইনগুলো বেশি ব্যবহূত হয়। এর পাশাপাশি নতুন ডোমেইনের ব্যাপারে আবেদন গ্রহণ করে আইসিএএনএন। আর এরই ধারাবাহিকতায় নতুন করে নয়টি ডোমেইনের অনুমোদন দেওয়া হয়। নতুন ডোমেইনগুলো হচ্ছে ডটগুরু, ডটভেঞ্চার, ডটক্যামেরা, ডটসিঙ্গেলস, ডটক্লথিং, ডটলাইটিং, ডটভয়েজ, ডটহোল্ডিংস ও ডটইকুইপমেন্ট। আবেদন এবং আইসিএএনএন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যে সব মিলিয়ে প্রায় এক হাজার ৪০০টির বেশি ডোমেইন নাম উন্মুক্ত করা হবে। এরই অংশ হিসেবে প্রায় প্রতি সপ্তাহে ১০টি করে নতুন ডোমেইন উন্মুক্ত করা হবে।

ডোমেইনের নতুন এই নামগুলো সাধারণত জেনেরিক টপ লেভেল ডোমেইনস (জিটিএলডিএস) নামে পরিচিত। এ ডোমেইনগুলো শুধু নিবন্ধিত ট্রেডমার্ক আছে এমন প্রতিষ্ঠানগুলোই ব্যবহার করতে পারবে। আগামী বছরের শুরুতেই সবার জন্য এসব নাম উন্মুক্ত করা হবে। ডোমেইনের নতুন এ নামকরণ অনলাইন দুনিয়ায় নতুন এক মাত্রা যুক্ত করবে বলে মনে করা হচ্ছে। আইসিএএনএনের  ট্রেডমার্ক ক্লিয়ারিং হাউসের প্রকল্প পরিচালক জ্যান কর্সটেনস বলেন, নতুন এ ডোমেইনগুলোর ফলে গ্রাহকেরা খুব সহজেই নিজের পছন্দের বিষয় খুঁজে পাবেন। গত বছরের জুন থেকে আবেদন গ্রহণ করার পর থেকে সারা বিশ্বের অনেকেই এ ধরনের ডোমেইনের জন্য আইসিএএনএনের কাছে আবেদন করে। এর মধ্যে এক হাজার ৯৩০টি ডোমেইন নির্বাচন করা হয়, যার অনুমোদন ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে। এর আগে গত মাসে আরবি শব্দের ওয়েব, চীনা ভাষার গেম, রুশ ভাষার অনলাইন এবং ওয়েবসাইট নামের ডোমেইনের অনুমোদন দেওয়া হয়। —বিবিসি অবলম্বনে কাজী আলম

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd