বিসমিল্লাহির রাহমানির রাহিম

Tuesday, November 26, 2013

নীল আলোর গুণ!

নীল আলোনীল কেবল বেদনা বা কষ্টের রং নয়, নীলের ইতিবাচক অনেক কিছুই রয়েছে। নীল আলো সম্পর্কে গবেষকেরা বলেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোন, ট্যাবলেটসহ অন্যান্য গ্যাজেট থেকে নির্গত নীল আলো ঘুমের ব্যাঘাত ঘটায়, দেহঘড়ির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। তবে সম্প্রতি সুইডেনের গবেষকেরা বলছেন, অপকারিতার আড়ালে নীল আলোর কিছু উপকারিতার সন্ধানও পেয়েছেন তাঁরা। তাঁদের মতে, নীল আলোতে ক্যাফেইনের গুণ রয়েছে, যা মস্তিষ্ককে সজাগ রাখতে পারে। অর্থাত্, কফি পানের বিকল্প হিসেবে নীল আলো ব্যবহার করা যেতে পারে। ডেইলি মেইলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মিড সুইডেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ক্যাফেইনের প্রভাবের সঙ্গে মস্তিষ্কের ওপর নীল আলোর প্রভাব পরীক্ষা করে ইতিবাচক ফল পাওয়ার দাবি করেছেন। গবেষকরা দাবি করছেন, নীল আলোর ব্যবহার স্মৃতিবর্ধক হিসেবে ব্যবহার করা সম্ভব হতে পারে।
গবেষকেরা জানান, নীল আলোতে ত্বকের কোনো ক্ষতি হয় না বলেই এ পদ্ধতি চিকিত্সা ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। বর্তমানে জার্মানি ও কানাডার গবেষকেরা নির্দিষ্ট কিছু চিকিত্সার প্রয়োজনে নীল আলোর ব্যবহার করছেন। গবেষকেরা আশা করছেন, মানুষের মস্তিষ্কের বিভিন্ন সমস্যা সমাধানে নীল আলো চিকিত্সাপদ্ধতি উদ্ভাবন করা সম্ভব হবে।

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd