কৃষি উন্নয়নে ভূমিকা রাখতে পারে মোবাইল প্রযুক্তি
কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মোবাইল প্রযুক্তি। বাংলাদেশেও এর প্রয়োগ রয়েছে। দেশের অনেক কৃষকই এখন মোবাইল থেকে বিভিন্ন তথ্য নিচ্ছেন। বৃহস্পতিবার মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালা 'কৃষকের ক্ষমতায়নে মোবাইল প্রযুক্তি'তে কৃষি ও প্রযুক্তি বিশেষজ্ঞরা এ তথ্য জানান। কর্মশালায় কৃষিসংশ্লিষ্টদের মধ্যে জোরালো সম্পর্ক ধরে রাখতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাজে লাগানোর ওপর জোর দেওয়া হয়।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফ্রান্সের ইনসিড বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট সায়েন্সের অধ্যাপক ফিলিপ এম পার্কার। তিনি বলেন, 'হাতের নাগালে থাকা মুঠোফোন ব্যবহার করে তাঁরা যাতে কৃষিসংশ্লিষ্ট দৈনন্দিন তথ্য পেতে পারেন, সে ব্যবস্থা করার কথা ভাবতে হবে। তাঁদের জন্য সহজ অ্যাপ ও গেইম তৈরি করা যেতে পারে।'
তথ্যের সহজপ্রাপ্তি কৃষকদের জীবনমান ও ব্যবস্থাপনায় কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আলোচনা করেন আইএফপিআরআইয়ের গবেষক রিকার্ডো হার্নান্দেজ, সুইসকন্ট্যাক্টের পরামর্শক আশফাক এনায়েতুল্লাহ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের 'ব্লু গোল্ড' প্রকল্পের কর্মকর্তা হেইন বিজলমেকারসও কর্মশালায় বক্তব্য দেন।
0 মন্তব্য(গুলি):
Post a Comment