বিসমিল্লাহির রাহমানির রাহিম

Tuesday, December 3, 2013

ড্রোন যখন ডেলিভারি ম্যান!


ড্রোন বা চালকবিহীন বিমানের অভিনব ব্যবহারের কথা জানিয়েছেন অনলাইনে পণ্য কেনাবেচার মার্কিন প্রতিষ্ঠান আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস। গতকাল ‘প্রাইম এয়ার’ নামে ক্ষুদ্র এক ধরনের ড্রোনের কথা জানান তিনি। ভবিষ্যতে এ ড্রোন ব্যবহার করে আমাজনের পণ্য ক্রেতাদের কাছে দ্রুত পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, ক্ষুদ্র চালকবিহীন এ ড্রোনকে বলা হচ্ছে ‘অক্টোকপ্টার’ যা ছোট ছোট পণ্যের প্যাকেট মাত্র আধ ঘণ্টায় ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবে।
অবশ্য আমাজন কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনের সাহায্যে পণ্যের ডেলিভারি ব্যবস্থায় নিরাপত্তা ও সরকারি অনুমোদন লাগবে। আগামী পাঁচ বছরের মধ্যেই এ পদ্ধতি চালু করা সম্ভব হবে বলে আমাজন কর্তৃপক্ষ আশাবাদী।
সম্প্রতি আমাজন কর্তৃপক্ষ এই ড্রোন নিয়ে তাদের ওয়েবসাইটে একটি ভিডিও উন্মুক্ত করেছে যাতে আমাজন ডটকম থেকে পণ্য কেনার পর ৩০ মিনিটে পণ্যটির ডেলিভারি পাওয়ার জন্য আবেদন করে ব্যবহারকারী। আমাজনের স্টোর থেকে পণ্যটি নিয়ে জিপিএস ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে পণ্য পৌঁছে দিতে দেখা যায় ড্রোনটিকে।
আমাজন কর্তৃপক্ষ জানিয়েছে ১০ কিলোমিটার এলাকার মধ্যে এই রোবট আধা ঘণ্টার মধ্যে পণ্য পৌঁছে দিতে পারবে। ফলে ভবিষ্যতে কেনাকাটা করা সহজ হবে।

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd