বিসমিল্লাহির রাহমানির রাহিম

Saturday, December 28, 2013

এখন থেকে গ্রামীণফোনেও প্রাইভেট রিচার্জ। এখনি শিখে নিন কিভাবে করতে হয়?


আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের টিউন শুরু করছি। বাংলালিংক এর মতো গ্রামীণফোনও এবার চালু করলো প্রাইভেট রিচার্জ | এখন চাইলেই আপনি আপনার মোবাইল নম্বরটা গোপন করে Flexiload থেকে রিচার্জ করতে পারবেন খুব সহজেই | আপনাকে এর জন্য যা করতে হবে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুনঃ RPC এবং পাঠিয়ে দিন 5252 নাম্বারে। ফিরতি মেসেজে দশ ডিজিটের একটি কোড পাবেন। এরপর রিচার্জ (FlexiLoad) করার জন্য ঐ কোডটি ব্যবহার করুন। আর নাম্বার দেয়া নিয়ে চিন্তা করতে হবে না।
ধন্যবাদ |

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd