বিসমিল্লাহির রাহমানির রাহিম

Friday, December 6, 2013

সবচেয়ে দামি খাবার?

চার্লি বিগহ্যামতৈরি খাবারের মধ্যে সবচেয়ে  দামি কোনটি? যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক তৈরি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান চার্লি বিগহ্যামের দাবি, তাদের তৈরি ‘ফিশ পাই’ এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি খাবার। চটকদার এই খাবারের দাম ৩১৪ দশমিক ১৬ ব্রিটিশ পাউন্ড স্টার্লিং (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা)। মাছের বড়াজাতীয় খাবারটি তৈরিতে খাঁটি শ্যাম্পেন, ভোজ্য সোনালি পাতা, গলদা চিংড়ির লেজ, বিশেষ ধরনের ছত্রাক, ঝিনুকের অংশবিশেষ প্রভৃতি ব্যবহার করা হয়। এতে ব্যবহূত পরিশুদ্ধ লবণের   সরবরাহ আসে স্লোভেনিয়া থেকে। চার্লি বিগহ্যাম জানায়,    খাবারটির দাম মাত্রাতিরিক্ত হলেও চাহিদা কম নয়। ইনডিপেনডেন্ট।

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd