অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালাতে পারে এমন স্মার্টফোন এখন জনপ্রিয়। প্রতিনিয়ত মজার ও দরকারি অ্যাপস ব্যবহারে কাজে ভিন্নতা চলে এসেছে। কিন্তু গুগল প্লে স্টোরের অ্যাপস ছাড়া অন্য তৃতীয় পক্ষের সাইট থেকে নামানো অ্যাপস নিরাপত্তার খাতিরে ব্যবহার করা উচিত না। অনেক সময় ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলে পছন্দের অ্যাপস নামানো (ডাউনলোড) যায় না। চাইলেই অ্যান্ড্রয়েডের অ্যাপস কম্পিউটার থেকে নামিয়ে নিয়ে ফোনে দিব্যি চালানো যাবে। তাই আগে https://play.google.com ঠিকানার ওয়েবসাইটে গিয়ে ফোনের সঙ্গে জিমেইলের যে ই-মেইল ঠিকানাটি যুক্ত আছে সেটি দিয়ে সাইন-ইন করে নিন। কম্পিউটার থেকে নামানো অ্যাপস অনেক সময় আপনার ফোনের উপযোগী নাও হতে পারে, তাই সেটি নিশ্চিত করতে এখানে সাইন-ইন করা জরুরি। এবার যে অ্যাপটি পছন্দ হবে সেটির আইডি বা পুরো ঠিকানা (অ্যাড্রেস) কপি করে নিন। এবার http://apps.evozi.com/apk-downloader ঠিকানায় চলে যান। কাঙ্ক্ষিত সেই অ্যাপের ঠিকানা বা আইডি সাইটের Package name or Google Play URL ঘরে পেস্ট করে দিন। এবার নিচে Generate Download Link বোতামে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করলে Click here to download নামের একটি নতুন বোতাম দেখা যাবে। এটি গুগল প্লে স্টোরের অ্যাপকে কম্পিউটার থেকে নামানোর উপযোগী করে একটি নতুন সংযোগ তৈরি করে দেবে। এবার সেটিকে নামিয়ে নিয়ে ডেটা কেবেলর মাধ্যমে ফোনে কপি করে নিয়ে ইনস্টল করলেই অ্যাপটি ফোনে চালানো যাবে।
0 মন্তব্য(গুলি):
Post a Comment