প্রযুক্তি দুনিয়ায় এক বছর মানে নাকি আসলে এক দশক। ঠিক এক বছর আগের কথাই ভাবুন না। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ‘সেলফি’র এমন ছড়াছড়ি কি ছিল? কিংবা এত সহজে ভিডিও আদানপ্রদানই বা কয়জন করতেন? তো দেখে নিন এই জগতে এক বছর অর্থাৎ এক দশকে ঠিক কী কী ঘটল। প্রযুক্তি সংবাদের ওয়েবসাইট ম্যাশেবল তৈরি করেছে এ রকমই একটি তালিকা। ‘কম্পিউটার প্রতিদিন’ বিভাগে আজ থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে এ তালিকা
৯
মহাশূন্যেও সেলফি: অক্সফোর্ড অভিধানের মতে, এ বছরের সেরা শব্দ ‘সেলফি’। আপনার ফেসবুক প্রোফাইল ছবির জন্য আলোকচিত্রীদের আর আগের মতো পাত্তা না দিলেও চলবে। স্মার্টফোনের ক্যামেরা চালু করে একটু ঘাড় ঘুরিয়ে নিজেই তুলে ফেলুন নিজের ছবি। পছন্দ না হলে আবার চেষ্টা করুন। এভাবেই পেয়ে যাবেন নিজের সেরা ছবি। এটা হলো সেলফি। সব সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে সেলফির ছড়াছড়ি, এমনকি শটস অব মি নামে নিজস্ব নেটওয়ার্কও আছে এর। বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে থাকা সেলফিই বোধ হয় সবচেয়ে বেশি চোখে পড়ে। তবে চোখ চড়কগাছ হয়ে যাবে শুনলে যে মহাশূন্যেও পাওয়া যাবে সেলফি। না, এ জন্য আপনাকে যেতে হবে না সেখানে। প্ল্যানেটারি রিসোর্সেস নামে একটি প্রতিষ্ঠান আপনাকে বাড়ি বয়ে দিয়ে যাবে মহাশূন্যের পটভূমিতে আপনার সেলফি। নিজের ছবি পাঠিয়ে দিন তাদের কাছে আর পেয়ে যান চোখ ধাঁধানো এমন এক পটভূমি। গ্রাম্পি ক্যাটের সেলফিটাই দেখুন না। (চলবে) —
Thursday, December 19, 2013
এ বছরের সেরা নয় প্রযুক্তি-পর্ব ১
7:43 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 মন্তব্য(গুলি):
Post a Comment