সম্প্রতি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সাত ইঞ্চি মাপের ট্যাব তৈরির দাবি করেছে ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতা জোলো। ‘জোলো প্লে টেগরা নোট’ নামের এ ট্যাবলেটটিতে রয়েছে এনভিডিয়ার তৈরি টেগরা ৪ প্রসেসর।
অ্যান্ড্রয়েড ৪.২.২ নির্ভর জোলো প্লে ট্যাবটি শুধু ওয়াই-ফাই মডেলে পাওয়া যাবে। ট্যাবটি অ্যান্ড্রয়েডের কিটক্যাট সংস্করণ সমর্থন করবে। সাত ইঞ্চি মাপের ট্যাবটিতে রয়েছে এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে, ১.৮ গিগাহার্টজের টেগরা ৪ প্রসেসর, ৭২-কোর জিফোর্স জিপিইউ ও কোয়াড কোর কর্টেক্স-এ১৫সিপিইউ।
এক গিগাবাইট র্যাম, ১৬গিগাবাইট স্টোরেজ সুবিধার এ ট্যাবলেটটি পারফর্মেন্সের বিচারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসরের স্মার্টফোনকেও হারাতে পারে বলেই জানিয়েছে জলো। ট্যাবটির পেছনে ৫ মেগাপিক্সেল ও সামনে ভিজিএ ক্যামেরা রয়েছে। ৩২০ গ্রাম ওজনের ট্যাবটিতে ১০ ঘণ্টা চার্জ থাকে।
জলো কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের বাজারে এ ট্যাবটি ১৭ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড ৪.২.২ নির্ভর জোলো প্লে ট্যাবটি শুধু ওয়াই-ফাই মডেলে পাওয়া যাবে। ট্যাবটি অ্যান্ড্রয়েডের কিটক্যাট সংস্করণ সমর্থন করবে। সাত ইঞ্চি মাপের ট্যাবটিতে রয়েছে এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে, ১.৮ গিগাহার্টজের টেগরা ৪ প্রসেসর, ৭২-কোর জিফোর্স জিপিইউ ও কোয়াড কোর কর্টেক্স-এ১৫সিপিইউ।
এক গিগাবাইট র্যাম, ১৬গিগাবাইট স্টোরেজ সুবিধার এ ট্যাবলেটটি পারফর্মেন্সের বিচারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসরের স্মার্টফোনকেও হারাতে পারে বলেই জানিয়েছে জলো। ট্যাবটির পেছনে ৫ মেগাপিক্সেল ও সামনে ভিজিএ ক্যামেরা রয়েছে। ৩২০ গ্রাম ওজনের ট্যাবটিতে ১০ ঘণ্টা চার্জ থাকে।
জলো কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের বাজারে এ ট্যাবটি ১৭ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাবে।
0 মন্তব্য(গুলি):
Post a Comment