বিসমিল্লাহির রাহমানির রাহিম

Friday, December 6, 2013

জালিয়াতি ধরবে সফটওয়্যার

বিজ্ঞানীদের গবেষণা প্রতিবেদনে জালিয়াতির অভিযোগ কখনো কখনো পাওয়া যায়। এ ধরনের প্রতারণা শনাক্ত করার জন্য একটি নতুন সফটওয়্যার তৈরি করা হয়েছে। এটি কোনো গবেষণা নিবন্ধের স্ক্যান নমুনা নিয়ে অন্য কারও লেখার সঙ্গে মিল আছে কি না, যাচাই করে সঠিক তথ্য বের করতে পারবে। ইতালির নেপলস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনটিই দাবি করছেন। নেচার নিউজ সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিশেষ সফটওয়্যারটি তৈরির কৃতিত্ব জীববিজ্ঞানী এনরিকো বুচ্চি। তিনি মূলত একটি তথ্য অনুসন্ধানী সার্চ ইঞ্জিন হিসেবে এটি তৈরি করেছিলেন। পরে এটির নতুন একটি ক্ষমতার (লেখার স্বতন্ত্রতা যাচাই) বিষয়টি বিজ্ঞানীদের নজরে আসে। ইতিমধ্যে সফটওয়্যারটির ব্যবহার শুরু হয়েছে এবং এতে করে ইতালির বিভিন্ন নিবন্ধে প্রতি চারটি স্ক্যান করা ছবির মধ্যে একটিতে সন্দেহজনক বৈশিষ্ট্য ধরা পড়েছে। পপুলার সায়েন্স।

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd