কেমন আছেন আপনারা? ভালই আছেন আশা করি। আবারো চলে এলাম আপনাদের মাঝে, ঘুম আসছেনাতো তাই ভাবলাম
একটি পোস্ট লিখেই ফেলি। হা আজ আপনাদেরকে খুবি মজার একটি সফটওয়ার উপহার দিব। সফটওয়ারটি যারা আগে
ব্যাবহার করেননি তারা এখন ব্যাবহার করে দেখুন,
মজা পাবেন ১০০%...... পিসির ফোল্ডার গুলোর একি কালার দেখতে
দেখতে আর ভাল লাগেনা! তাই যদি ফোল্ডার গুলো রাঙিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুনতো? নিচের ছবিটা দেখলে বুঝতে পারবেন......
ভাবেছেন আপনি কিভাবে এই রকম ফোল্ডার রাঙাতে পারবেন! না চিন্তার কোন দরকার নেই।
সফটওয়ারটি download করে নিন এখান থেকে, তারপর ইন্সটল করুন বাকি দশটা সফতয়ারের মতই।
এবার যে ফোল্ডারটি আপনি কালার করতে চান সে ফোল্ডারের উপর মাউসের রাইট ক্লিক করুন, দেখবেন coloriz!
নামের একটি অপশন আছে, তারপর সেখান থেকে আপনার যে কালারটি ভাল লাগে সেটা সিলেক্ট করে দিন,
ব্যাস কাজ শেষ, আপনার ফোল্ডারটি রঙ্গিন হয়ে গেছে। নিচের ছবিটা দেখুন বুঝতে সহজ হবে..................
আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই কমেন্টস করবেন........................
Thursday, December 19, 2013
রং তো অনেক কিছুই করেছেন, এবার মনের মাধুরী দিয়ে নিজ পিসির folder গুলোও রং করে নিন। না দেখলে চরম মিস!
Subscribe to:
Post Comments (Atom)
0 মন্তব্য(গুলি):
Post a Comment