বিসমিল্লাহির রাহমানির রাহিম

Saturday, December 7, 2013

আজব গাড়ী। চালকের আবেগ বুঝে চলবে গাড়ি!, না দেখলে মিস করবেন।


মোটর গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান টয়োটা জানিয়েছে, তারা ভবিষ্যতে এমন এক গাড়ি তৈরি করতে যাচ্ছে, যা চালকের সঙ্গে যান্ত্রিক সম্পর্কের পাশাপাশি মানসিক সম্পর্ক তৈরি করবে। এখনো ধারণাগত এই গাড়ির (কনসেপ্ট কার) নাম ‘এফভি-টু’। গাড়িটি চালকের আবেগ-অনুভূতি ও বাচনভঙ্গি বুঝতে পারবে। টয়োটা জানিয়েছে, গাড়িটি হবে ‘বাইক হাইব্রিড’। এর থাকবে তিনটি চাকা এবং একটি আসন। এটি চালকের গলার স্বর শুনে, মুখের ভঙ্গি দেখে এবং তার আবেগ বুঝে চলতে পারবে।
চালকের মেজাজ-মর্জি বা বাচনভঙ্গি অনুযায়ী বিশেষ উইন্ডশিল্ডের মাধ্যমে রঙের বিভিন্ন পরিবর্তন একটি পর্দায় প্রদর্শিত হতে থাকবে। উইন্ডশিল্ডটি পর্দায় ট্রাফিক ব্যবস্থা এবং নিরাপত্তার তথ্যও দেখাবে।
যেহেতু গাড়িটির লক্ষ্য থাকবে একজন দক্ষ চালকের মতো গাড়িটি চলতে হবে, তাই প্রত্যেক চালককে বেশ ভালোভাবেই তৈরি হতে হবে। মজার ব্যাপার হলো, গাড়িটিতে কোনো স্টিয়ারিং হুইল বা গ্যাস থাকবে না। শুধু তা-ই নয়, এতে থাকবে না কোনো ব্রেক প্যাডেলও। কেবল শরীরের অঙ্গভঙ্গি করেই নিয়ন্ত্রণ করা যাবে গাড়িটি। অর্থাৎ সামনে যেতে চাইলে চালককে সামনের দিকে কিছুটা ঝুঁকতে হবে, পেছন দিকে যেতে চাইলে কিছুটা পেছন দিকে এবং ডানে বা বাঁয়ে যেতে চাইলে সেদিকেই শরীরটা ঝুঁকিয়ে নিতে হবে। টয়োটা জানিয়েছে, তাদের এই নতুন উদ্ভাবন গাড়িপ্রেমীদের ড্রাইভিং বা গাড়ি চালানোর ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে।

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Image

Free Updates to Email
Follow Me:
facebook twitter gplus pinterest rss
https://www.facebook.com/rubel29bd