অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক পর্যটক নৌবন্দরের পাড়ে দাঁড়িয়ে হাতের স্মার্ট ডিভাইসে ফেসবুকে মগ্ন ছিলেন। কাছাকাছি আরো অনেকে ছিলেন। হঠাৎ পানিতে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। দেখা গেল, এক নারী চিত হয়ে পানিতে ভাসছে। তাৎক্ষণিক খবর দেওয়া হলো নিরাপত্তাকর্মীদের। তারা এসে উদ্ধার করা জানা গেল এই নারী সাঁতার জানেন না। তবে চিত হয়ে ভেসে থাকায় বেঁচে গেছেন।
কীভাবে সাগরে পড়ে গেলেন তিনি এমন জিজ্ঞাসায় নিরাপত্তা কর্মকর্তা জানান, তিনি হয়তো ফেসবুকে খুব মনোযোগের সঙ্গে কিছু একটা নিয়ে ব্যস্ত ছিলেন। তার মানসিক অবস্থা এমন ছিল যে, সাগরে পড়ে যাওয়ার ঝুঁকি তার মাথায় ছিল না।
তাইওয়ানের নাগরিক ২৫ বছরের এই নারী ভেজা পোশাক বদলে সুস্থাবস্থায় চলে যাওয়ার সময় কৌতুহলীদের জানান, 'আমি ফেসবুকে মগ্ন ছিলাম'।
শুভেচ্ছা জানাচ্ছি,
ReplyDeleteআমি হেমা ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।
আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি কমিশন পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।
আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।
ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।