ফরেক্স নিউজ ট্রেডিং অথবা ফান্ডামেন্টাল নিউজ ট্রেডিং হচ্ছে কারেন্সি মাকেটের প্রধান চালিকাশক্তি। হাই ইমপেক্ট নিউজ দ্বারা ফরেক্স মাকেট চালিত হয় এবং আপনার প্রফিট বৃদ্ধি ও ক্ষতি এড়ানোর জন্য এই নিউজ আপনাকে কিভাবে সুবিধা দেবে তা বুঝতে হবে । অনেক নতুন ট্রেডার রুঢ়ভাবে বুঝতে পারে নিউজের গুরুত্ব সর্ম্পকে যখন তারা দেখতে পায় যে একটি লাভজনক ট্রেড কয়েক সেকেন্ড লসে পরিণত হয়ে যায়, অন্যদিকে অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা সুসংগত পদ্ধতিতে নিয়মিতভাবে প্রফিট করে থাকে।
হাই ইমপেক্ট নিউজে নিচের তিনটি বিষয় সর্ম্পকে বুঝতে হবে-
১) Forecast(পূর্বাভাস দেওয়া): এই সংখ্যাটি হচ্ছে অথনীতিবিদদের জরিপ থেকে প্রাপ্ত তথ্য যেটা সাধারণত রয়টার্স বা ব্লুমবার্গ সংবাদ সংস্থা দ্বারা পরিচালিত হয়। ফোরকাস্ট্ সংখ্যা দ্বারা মাকেটে কি আসতে পারে তা আশা করা হয়। উদাহরণস্বরুপ: যদি ইউএস এনএফপি (ননফার্ম পেরোল) ফোরকাস্ট্ -২৭২কে করা হয়, তাহলে এর দ্বারা বুঝা যায় যে বেশিরভাগ অর্থনীতিবিদ চিন্তা করে যে ইউএস অর্থনীতিতে ওই মাসের জন্য ২৭২,০০০ চাকরি হারাবে।
২)Previous(পূর্ববর্তী): এইটা হচ্ছে আগের মাসের Actual সংখ্যা। এই সংখ্যাটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ কখনও কখনও আমাদের পূর্ববর্তী তথ্য পুনরায় পড়ার প্রয়োজন হয়।
৩)Actual(বাস্তব): এইটি হচ্ছে সরকারী সূ্ত্র থেকে প্রাপ্ত আসল তথ্য। এনএফপি-এর ক্ষেত্রে, এটি সরাসরি BLS (Bureau of Labor Statistics) থেকে প্রকাশিত হয়। যদি এটির সংখ্যা ফোরকাস্ট্ সংখ্যা থেকে ভিন্ন হয় তাহলে আমরা নিশ্চিত যে মাকেট আশ্চর্যজনকভাবে উঠা/নামা করবে। নিউজ ট্রেডিং এটির সুবিধা নিবে।
শুভেচ্ছা জানাচ্ছি,
ReplyDeleteআমি হেমা ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।
আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি কমিশন পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।
আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।
ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।